‘হেফাজতে ইসলামটা কী? এটা কওমি মাদ্রাসার একটি সংগঠন। বাংলাদেশে গরিব মানুষ আছে, তাদের সন্তানদের লেখা পড়ার সুযোগ নেই। তারা লিল্লাহ মাদ্রাসায় দিয়ে দেন। কারণ সেখানে থাকা-খাওয়া ফ্রি এবং লেখাপড়াও হয়। আমাদের দেশে এটা কেন তৈরি হয়েছে। কারণ আমরা তাদের লেখাপড়ার ব্যবস্থা করতে পারিনি।’ জাফর ইকবাল
কওমি মাদ্রাসা যে জাফর ইকবালের স্কুলের চাইতে পুরনো সেই খেয়াল উনার নাই। মাদ্রাসা টোল মক্তব আর পাঠশালাই আমাদের আদি শিক্ষা ব্যবস্থা। স্কুল কলেজ তো অনেক পরের কথা। জাফর ইকবালদের আধুনিক শিক্ষার ঠেলায় আর সব গেছেগা, খালি মাদ্রাসা টিকে আছে। টিকে আছে কারণ তার উপনিবেশ বিরোধি লড়াইয়ের গৌরবের ইতিহাস আছে, জনসম্পৃক্ততা আছে। সেই কারণেই তারা বুঝেছিলো থেমিস কী? থেমিস আসলে কী সিগনিফাই করে? কওমি ধারার কারো এটা চিনে নিতে কষ্ট হয়নি এইটা উপনিবেশিকতার প্রতীক। রুখে দাড়িয়েছিলো তারা।
জাফর ইকবালেরা যতই মাথা চুলকান এই কওমি মাদ্রাসা থাকবে তাদের এন্টি কলোনিয়াল লড়াইয়ের ঐতিহ্য নিয়ে আপনাদের আধুনিকতার মননের দুর্গে তারা বারেবারে আঘাত করবে।