আহমেদ ছফা বাংলা একাডেমী কর্তৃক প্রকাশিত হুমায়ূন আজাদের “থান ইট” মার্কা যে বইটির কথা লিখেছিলেন সেটা হচ্ছে “তুলনামুলক ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞান” শিরোনামে বইটি।
মৃণাল নাথের সেই বইটির উপর একটি গ্রন্থ সমালোচনা প্রকাশিত হয় ১৯৮৯ সালে চতুরঙ্গ পত্রিকায় “ভাষা বিজ্ঞানীর এ কোন শোচনীয় পরিণতি” শিরোনামে। মৃণাল নাথের লেখাটা অবিকৃত ভাবে তুলে দেয়া হল। পাঠক মৃণাল নাথের সাত পৃষ্ঠার লেখাটি পড়লে বুঝতে পারবেন হুমায়ূন আজাদ তাঁর নিজের বিষয়ে ভারতীয় মানের কাছাকাছি যেতে পারেননি। এহেন বুদ্ধিজীবীর প্রবচনের ধাক্কায় লালনকে ধার করে বলতে হয়, “নিজে কানা পথ চিনে না পরকে ডাকে বারে বার…”
লেখাটির ফেইসবুক ভার্সন পড়তে চাইলে এইখানে ক্লিক করুন