ভারতীয় সুপ্রিম কৌর্টের সুবর্ণ জয়ন্তি উপলক্ষে প্রকাশিত স্মারক গ্রন্থের শিরোনাম ছিল “সুপ্রিম বাট নট ইনফলিবল” সর্বোচ্চ কিন্তু ভুলহীন নয়। এই শিরোনাম সম্ভবত নেয়া হয়েছে বিখ্যাত মার্কিন আইনজীবী ও আইনজ্ঞ রবার্ট এইচ জ্যাক্সনের একটা বানীর আলোকে “উই আর নট ফাইনাল বিকজ উই আর ইনফলিবল, বাট উই আর ইনফলিবল বিকজ উই আর ফাইনাল”।
আধুনিক আইন ও বিচার ব্যবস্থার অন্তর্গত দ্বন্দ্ব জ্যাক্সনের বক্তব্যে দারুনভাবে ফুটে উঠেছে। জ্যাক্সন বলছেন, এই দ্বন্দ্ব মীমাংসিত নয়। আসলে এই দ্বন্দ্ব মীমাংসিত হবারও নয়। কারণ, আদালত ন্যায়, সত্য ও যুক্তির প্রতীক কিন্তু এই প্রতীকের হয় রায় দেন একজন রক্ত মাংসের মানুষ। মীমাংসা সম্ভব না হলেও এই দ্বন্দ্ব থেকে উত্তরনের জন্য প্রতিনিয়ত এই ব্যবস্থাকে নিবিড় পর্যালোচনার অধীন করা ছাড়া উপায় নেই।
আধুনিক বিশ্বে আইন, বিচার ও আদালতকে কি নিবিড় পর্যালোচনার অধীনে আনা সম্ভব? আইনজ্ঞ বন্ধুরা কী বলেন?
লেখাটির ফেইসবুক ভার্সন পড়তে চাইলে এইখানে ক্লিক করুন