মৌলানা আবুল কালাম আজাদের জন্ম মক্কা নগরীতে। তাঁর পিতা ২৫ বছর বয়সে মক্কায় গিয়ে স্থায়ী হন এবং এক সম্ভ্রান্ত মদিনাবাসির কন্যার পাণি গ্রহন করেন। হঠাৎ একদিন মৌলানা আজাদের বাবার পা বিশ্রীভাবে ভেঙে যায়। সেই পা আর ভালোভাবে জোড়া লাগছিল না; তাই মক্কার চিকিৎসকেরা তাঁকে কলকাতায় এসে চিকিৎসা করতে বলেন। উনারা বলে দেন পারলে কোলকাতার ডাক্তারেরাই এই পা ভালো করে দেবার ক্ষমতা রাখেন। দীর্ঘ চিকিৎসার প্রয়োজন হবে জন্য মৌলানা আজাদের বাবা একেবারেই ভারতে চলে আসেন।
এই দীর্ঘ আলাপের কারণ হচ্ছে কলকাতার সেই সময়ের চিকিৎসার মান আন্তর্জাতিক সুখ্যাতি লাভ করেছিল। এটাও ঠিক সেই সময় ব্রিটিশ চিকিৎসকেরাও একসাথে কাজ করতেন বাঙালি চিকিৎসকদের সাথে। এও ঠিক যে মৌলানা আজাদের বাবা যে ভারত থেকেই মক্কায় মাইগ্রেট করেছিলেন সেটা জেনেই চিকিৎসক তাঁকে আবার ভারতেই ফিরে আসতে বলেছিলেন। কিন্তু খেয়াল করুন মৌলানা আজাদেরা কোলকাতার মানুষ ছিলেন না তবুও তাঁকে কোলকাতায় ফিরে যেতে বলা হয়েছিল। সর্ব ভারতের শ্রেষ্ঠ চিকিৎসা ব্যবস্থা সেই সময় বাঙালিদের করায়ত্ত ছিল। আর আজ বাঙালিরা সবার পিছনে।
মৌলানা আজাদের বাবার পা না ভাংলে আর কোলকাতার ডাক্তারদের সুখ্যাতি না থাকলে মৌলানা আজাদের মতো এমন অসাম্প্রদায়িক রাজনৈতিক নেতার দেখা ভারতবর্ষ পেতনা এটা নিশ্চিত।