সংবাদের টাইটেল দেখুন, দেখে মনে হচ্ছে দুবাইয়ের গ্র্যান্ড মুফতি স্বামীর মোবাইলে স্ত্রীর নজরদারি বা স্পাইং কে হারাম বলেছেন। তখন মনেই হতে পারে যে স্ত্রীর মোবাইলে স্বামীর নজরদারিতে বাধা নাই। জ্বিনা ভাই; ঠিক তার পরের লাইন দেখুন, সেখানে লেখা আছে অন্যের মোবাইলে অনুমতি ছাড়া নজরদারি অপরাধ।
তো ভাইজান আপনার পশ্চিমা লিবারেল ভ্যালুজ কী বলে? এই কথাই তো বলে, নাকি? তাহলে গ্র্যান্ড মুফতি যা ফতোয়া দিয়েছেন, সেইটা দিয়ে এমন উস্কানিমুলক নিউজ শিরোনাম করার মানে কী?
লেখাটির ফেইসবুক ভার্সন পড়তে চাইলে এইখানে ক্লিক করুন