‘মৌলবাদ’ বলতে কী বোঝায়?

“মৌলবাদ” বলতে কী বোঝায় কোন ওয়ার্কিং ডেফিনেশন আছে কিনা সেটা জানতে মোটামুটি বাংলা আর ইংরেজি মিলিয়ে ছয়টা বই চষে ফেললাম। বইগুলোর কভারে মৌলবাদ বা ফান্ডামেন্টালিজম লেখা ছিল। হতাশ হলাম কোথাও মৌলবাদ শব্দটির ওয়ার্কিং ডেফিনেশন নেই। বইটার কভারে মৌলবাদ লেখা থাকলেই সেখানে সংজ্ঞা থাকা উচিৎ কিনা সেই তর্ক কেউ তুলতেই পারেন। আমি আসলে বইগুলো কিনেছি যখন তখন দোকানের ক্যাটালগ দেখে শিরোনামে “মৌলবাদ বা ফান্ডামেন্টালিজম” লেখা আছে এমন ছয়টা বই পেয়েছিলাম। সবগুলোই কিনেছিলাম সেদিন।

শেষে ফান্ডামেন্টালিজম অ্যান্ড আমেরিক্যাল কালচারে খুজে পেলাম সেই ওয়ার্কিং ডেফিনেশন। “The demand for a strict adherence to certain theological doctrines, in reaction against Modernist theology”  “আধুনিক ধর্মতত্ত্বের বিরুদ্ধ প্রতিক্রিয়ায় নির্দিষ্ট আধ্যাত্মিক তত্ত্বগুলোর প্রতি কঠোর আনুগত্যের জন্য দাবী।”

“মর্ডানিস্ট থিওলজি” বা আধুনিক ধর্মতত্ত্বের উল্লেখটা লক্ষ্য করুন। মৌলবাদের সংগ্রাম ধর্মের আভ্যন্তরীণ সংগ্রাম, যেখানে এক পক্ষ ধর্মকে আধুনিকায়নের নামে বদলে দিতে চায় আরেক পক্ষ সেটাকে প্রতিরোধ করে।

মৌলবাদের সংগ্রাম তাই প্রত্যক্ষভাবে আধুনিক সমাজ বা রাষ্ট্রের সাথে নয়; মৌলবাদের সংগ্রাম ‘মর্ডানিস্ট থিওলজি’র বিরুদ্ধে। আর এই “মর্ডানিস্ট থিওলজি” হচ্ছে এনলাইটেনমেন্টের সন্তান।

মর্ডানিস্ট থিওলজির জন্ম পুজিবাদের হাত ধরে যার উদ্দেশ্য ছিল প্রকৃতি শোভন সম্পর্ককে খতম করে দেয়া। কমিউনিস্ট মেনিফেস্টোতে মার্ক্স তাই লিখেছিলেন, “বুর্জোয়া শ্রেণীর যখনই ক্ষমতা হয়েছে, সেখানেই সমস্ত সামন্ততান্ত্রিক, পিতৃতান্ত্রিক ও প্রকৃতি শোভন সম্পর্ক খতম করে দিয়েছে। যেসব বিচিত্র সম্পর্কে মানুষ বাধা ছিল তাঁর উপরওয়ালাদের কাছে তা এঁরা ছিড়ে ফেলেছে নির্মমভাবে।”

Share

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter