বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র থেকে জিয়াউর রহমানের একটি মূল্যায়ন

এইকালে জিয়ারে নিয়া কথা বলার অনেক হ্যাপা। তবুও জিয়াউর রহমান সম্পর্কে মূল্যায়নের ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র থেকে একটা অতি গুরুত্বপূর্ণ দলিলের উল্লেখ করা দরকার। কেন জানিনা আজ পর্যন্ত বিএনপির নেতা-কর্মী-বুদ্ধিজীবিকে এটা নিয়ে বলতে শুনিনি।

জিয়া মুক্তিযুদ্ধের শুরুতেই জাতিসংঘ ও বৃহৎ শক্তির কাছে একটা আহ্বান জানিয়েছিলেন। এটা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই আহ্বানে আমাদের প্রতিরোধ যুদ্ধ ও পাকিস্তানীদের নৃশংসতার উল্লেখ আছে। বাংলাদেশ লড়ছে তা দুনিয়া সম্ভবতঃ প্রথম যুদ্ধের ময়দান থেকে একজন সেনা কম্যান্ডারের মারফত জানতে পেরেছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যুদ্ধের ময়দান থেকে এটাই ছিলো প্রথম আহ্বান। তখনো সিলেটের তেলিয়াপাড়ার আমাদের সব জায়গার প্রতিরোধ কম্যান্ডারদের সম্মেলন হয়নি। প্রবাসী সরকার তখনো চেহারাই নেয়নি। যে কম্যান্ডার তিন দিন আগে বিদ্রোহ করে শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াইয়ের প্রত্যয় ঘোষণা করেছিলেন। তিনিই আবার প্রতিরোধের ময়দান থেকে দুনিয়াকে সহযোগিতার আহ্বান জানাচ্ছেন। জিয়াউর রহমান এই সময়ে শুধু আর একজন সেক্টর কমান্ড্যার থাকেন নি; তিনি হয়ে ওঠেন বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর। আর আজকে নব্য চেতনাবাদীরা এই জিয়ার দেশপ্রেম আর সাহসিকতা নিয়ে অশালীন মন্তব্য করে। এদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের এক মহানায়ককে বামন বানানোর চেষ্টা করে। আফসোস!!

আমি পাঠকদের জন্য মূল ইংরেজী ঘোষণা আর তার বাংলা অনুবাদ পেশ করলাম।

পাক হানাদার বাহিনী কর্তৃক বাংলাদেশের গণহত্যা রোধে এগিয়ে আসার জন্য জাতিসংঘ ও বৃহৎ শক্তিবর্গের প্রতি মেজর জিয়ার আহ্বান।

From
Major Zia
Declaration :

Punjabis have used 3rd Commando Battalion in Chittagong city area to subdue the valiant freedom fighters of Sadhin Bangla. But they have been thrown back and many of them have killed.

The Punjabis have been extensively using F-86 air crafts to kill the civilian strongholds and vital points. They are killing civilians, men, women and children brutally. So far at least ….. thousands of Bengali civilians have been killed in Chittagong area alone.

The Sadhin bangle Liberation Army is pushing the Punjabis from one place to other.

At preset Punjabis have utilized at least two Brigade of Army, Navy and Air Force. It is in fact a combined operation.
I once again request the United Nations and the big powers to intervene and physically come to our aid. Delay will mean massacre of additional millions.”
Signature
Major Ziaur Rahman
31.3.71

মেজর জিয়ার কাছে থেকে
ঘোষণাঃ

পাঞ্জাবীরা চট্টগ্রাম শহর এলাকাতে থার্ড কম্যান্ডো ব্যাটালিয়ন দিয়ে স্বাধীন বাংলার বীর মুক্তিযোদ্ধাদের দমন করার চেষ্টা করেছে। কিন্তু তাদেরকে তাড়িয়ে দেয়া হয়েছে এবং আক্রমণকারীদের অনেকেই নিহত হয়েছে। পাঞ্জাবীরা ব্যাপকভাবে এফ ৮৬ যুদ্ধবিমান ব্যবহার করে গুরুত্বপূর্ণ এলাকায় আক্রমণ এবং বেসামরিক জনতাকে হত্যা করছে। তারা পাশবিকভাবে বেসামরিক মানুষ, নারী পুরুষ এবং শিশুদের হত্যা করছে। এপর্যন্ত শুধু চট্টগ্রাম এলাকাতেই হাজারে হাজারে বাঙালি বেসামরিক মানুষ নিহত হয়েছে।

স্বাধীন বাংলার মুক্তি বাহিনী পাঞ্জাবীদের এক জায়গা থেকে আরেক জায়গায় তাড়িয়ে বেড়াচ্ছে। এই মুহুর্তে পাঞ্জাবীরা কমপক্ষে দুই ব্রিগেড স্থল সেনা, নৌ সেনা ও বিমান সেনা ব্যবহার করছে। এটা আদতে একটা যৌথ অপারেশন।

আমি আবারো জাতি সংঘ ও বৃহৎ শক্তিদের কাছে আহ্বান জানাচ্ছি তারা যেন সশরীরে এখানে আমাদের সাহায্য করার জন্য হস্তক্ষেপ করেন। দেরী হলে আরো লক্ষ লক্ষ মানুষ গণহত্যার শিকার হবে।

স্বাক্ষরঃ মেজর জিয়াউর রহমান
৩১/ ০৩/ ১৯৭১

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter