আমার দেশ পত্রিকা নিষিদ্ধ করার দাবী তোলে যারা, মেহেরজান নিষিদ্ধের দাবী তোলে যারা ঠিক তারাই কোন যুক্তিতে শ্রাবণ প্রকাশনী একুশের বইমেলায় নিষিদ্ধ হলে প্রতিবাদ করে? যেই ফ্যাসিবাদী চর্চা হয়েছে গত কয়েকবছর এইটাই তো হওয়ার কথা ছিল তাইনা? আবার এরাই পাঞ্জেরী প্রকাশনী নিষিদ্ধ হলে শাহবাগে মিষ্টি খাবে আমি শিওর।
কে কথা বলতে পারবে আর কে কথা বলতে পারবেনা এইটা যারা ঠিক করে দিতে চায়; কে বাংলাদেশে থাকবে আর কার পাকিস্তান চলে যাওয়া উচিত এই বয়ান দেয় যারা দিনরাত, তারা ভুলেই যায় এইটা ফ্যাসিবাদী চর্চা। চেতনার নামে যে ফ্যাসিবাদের চর্চা করছেন এতোদিন সেইটা এখন ফল দিতাছে।
যারা শ্রাবণ নিয়া কাইন্দ্যা বর্ষা বানাইছেন তাদের কই কান্দনের এই শেষ না। পিকচার আভি বাকি হ্যায় মেরা দোস্ত।
পপ কর্ণ কেনার পয়সা নাই, তাই বাকী পিকচার দেখার লাইগ্যা মুড়ির টিন নিয়া বসলাম। ফ্রি হাততালি দিমু টেনশন নিয়েন না।



One Response
শ্রাবণ প্রকাশনীর কি হল স্যার?