পদ্মাবতী সিনেমাতে দুই চরিত্র নির্মাণ দেখুন। বায়ে মুসলিম সম্রাট আলাউদ্দিন খিলজি হিসেবে রনবীর সিং, ক্রুর, হিংস্র, নোংরা আর ডানে রাজপুত রাজা রতন রাওয়াল হিসেবে শহীদ কাপুর, প্রশান্ত, পরিচ্ছন্ন আর সৌম্য।
মুসলমান সম্প্রদায়কে নির্মম নিষ্ঠুর অসভ্য আর বর্বর হিসেবে দেখানোটা ওয়ার অন টেররের প্রজেক্ট। এতে অপর বা আদারের মানবিক মুখচ্ছবিকে মুছে দেয়া যায়; ফলে তাকে নির্মুল করে দেবার বৈধতা সৃষ্টি হয়।
অথচ প্রকৃত ইতিহাস অনুসারে আলাউদ্দিন খিলজি এক হৃদয়বান এবং ন্যায়পরায়ন শাসকই ছিলেন।
এই বলিউডি মুসলমান চরিত্র নির্মান এক ভয়ংকর ভবিষ্যতের ইশারা দেয়। ইশারাকে চিনতে শিখুন।