স্যেকুলারেরা মুখে বলে তারা ধর্মকে প্রাইভেট স্পেসে রাখতে চায়। খুব ভালো কথা। তো আপনার কথাই আপনি রাখেন তাহলে। যার যার ব্যক্তিগত পছন্দ অনুসারে আপনি তারে ধর্ম পালন করতে দেন না কেন? কে কীভাবে কুরবানি দিবে, তার কুরবানি না দিয়া সেই টাকা দিয়া কী করা উচিত এই নিয়া আপনি নসিহত করেন কেন? আপনার তো নিজের ঘোষিত নীতি অনুযায়ী যার নিজের ধর্মিয় সিদ্ধান্ত নিজেরই নেয়া কথা তাইনা? তাইলে সেই সিদ্ধান্তটা তারেই নিতে দেন। এইটারে আপনি পাবলিক প্লেসে আইন্যা বিতর্কের বিষয় করে তোলেন কেন?
আর যদি বলেন, না এইটা আপনি আপনার স্যেকুলার এসপিরেশন থিকা বলেন নাই, আপনার রিলিজিয়াস এসপিরেশন থিকা বলছেন। তাইলে এই কথাটা বলার জন্য কি আপনি রাইট পারসন? নাকি সেইটা বলার জন্য ধর্মনেতারা আছেন।
ওহে স্যেকুলারবৃন্দ, আপনার সমস্যাটা বুঝি। আপনি ধর্মটা চাননা, কিন্তু ধর্মনেতার মর্যাদা, সন্মান আর ধর্মিয় বিষয়ে কথা বলার ক্ষমতা চান।
আজিব চিজ বটে আপনারা।