বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দু সম্প্রদায়ের মানুষদের ভারতীয় নাগরিকত্ব দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। হিন্দু শরণার্থীদের আগামী ১৫ই আগস্টের মধ্যে দীর্ঘমেয়াদি ভিসা ও নাগরিকত্ব প্রদানের নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এ ছাড়া স্থানীয় কর্তৃপক্ষকে আগামী ১৩ থেকে ২৭শে জুলাই পর্যন্ত বিশেষ ক্যাম্প আয়োজনের নির্দেশনাও দেয়া হয়েছে।

একই সময়ে শুরু হয়েছে বাংলাদেশে হিন্দু পুরোহিত, সেবায়েতদের নির্মম হত্যা। হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তাহীন ভাবতে বাধ্য করা হচ্ছে কার ইচ্ছায় আর পরিকল্পনায়? এই হত্যাকাণ্ড গুলো ঘটিয়ে কোন সত্য প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে? এই সত্য প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে যে, বাংলাদেশে হিন্দুরা মোটেই নিরাপদ নাই।

বাংলাদেশ একটা ফ্যানাটিকদের দেশ এইটা প্রমাণ করাতে বাংলাদেশের কার কার লাভ আছে? এমনকি বাংলাদেশের ধর্মবাদী দলগুলোরও কি লাভ আছে? মাথা ঠাণ্ডা করে চিন্তা করে দেখুন। লাভ নাই। এই কাজে ফ্যানাটিকদের কাজে লাগাচ্ছে কে?

এইবার এই দুই ঘটনাকে একসাথে মেলান। শরণার্থীদের স্রোত তৈরি করতে চাইছে কে?

দুইয়ে দুইয়ে চার মেলাতে পারলেই দেখবেন, এ এক ভয়ংকর যোগ।

Share

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter