দারিদ্র‍্যকে যেই সমাজ সেলিব্রেট করে সেই সমাজে ক্যাপিটালিজম দাঁড়ায় না।

আমরা একটা আপ্তবাক্য শুনে এসেছি যে Money can’t buy you happiness. অর্থাৎ, টাকা পয়সা কখনোই সুখ কিনে দিতে পারেনা।

কথাটা আদতে সত্য নয়। জীবনের সুখ, তৃপ্তি, ভালো থাকা এসব কিছুই নির্ভর করে আপনার আয় কত তার উপরে। গবেষনায় দেখা গেছে যাদের গড় আয় বেশী তারা কম আয়ের লোকেদের তুলনায় বেশী সুখী। যদি আয় বেড়ে দ্বিগুণ হয়, সুখ বেড়েও প্রায় দ্বিগুন হয়।

ধনী হওয়ার আকাঙ্ক্ষা, সম্পদ সৃষ্টির আকাঙ্ক্ষাকে আমরা ঐতিহাসিকভাবে নিন্দা করে এসেছি। এটা আমাদের কাছে পাপতুল্য। আমরা কাউকে “লোভী” বললে সে অপমানিত হয়। অথচ সম্পদের লোভ ক্যাপিটালিজমের একটা মূল ড্রাইভিং ফোর্স। সমাজে ” সম্পদ লোভী” কিছু মানুষ না থাকলে ক্যাপিটালিজম দাঁড়াবে না। সম্পদ সৃষ্টি হলে রাষ্ট্রের ট্যাক্স রেভিনিউ বাড়ে। আর এইটা কাজে লাগে পুরো সমাজের।

দারিদ্রকে নয়, ত্যাগের সন্ন্যাস জীবন নয়, সম্পদ সংগ্রহের জন্য উত্তেজনাময় প্রতিযোগিতার জীবন হোক সন্মানের। দারিদ্র‍্যকে যেই সমাজ সেলিব্রেট করে সেই সমাজে ক্যাপিটালিজম দাঁড়ায় না।

Graphic courtesy: The Economist

Share

One thought on “দারিদ্র‍্যকে যেই সমাজ সেলিব্রেট করে সেই সমাজে ক্যাপিটালিজম দাঁড়ায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter