ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে যারা খোদ ধর্মের বিরুদ্ধেই দাড়ায় তাদের নিয়ে ভলতেয়ারের কয়েকটা চমৎকার কথা আছে। ভলতেয়ার হলবাখকে উদ্দেশ্য করে লিখছেন;
“তুমিতো নিজেই বলেছ ঈশ্বরে বিশ্বাস …… কোন কোন মানুষকে অপরাধ থেকে দূরে রাখে। এটুকুতেই আমি খুশি। এই বিশ্বাস যদি দশটা নরহত্যা কি দশটা পরনিন্দাও আটকায়, তাহলে আমি মনে করব সারা দুনিয়া যেন এই বিশ্বাসে বিশ্বাসী হয়। তুমি আরো বল, ধর্ম সংখ্যাহীন দুর্ভাগ্য ডেকে এনেছে। তার চেয়ে বরং তোমার বলা উচিত, আমাদের এই অসুখী বিশ্বে কুসংস্কারই রাজত্ব করে চলেছে। পরমাত্মার কাছে শুদ্ধ উপাসনায় এই কুসংস্কারই হচ্ছে দুর্মরতম শত্রু। এস আমরা এই দৈত্যটাকেই ঘৃণা করি। যে সব সময় তার মায়ের বুক দীর্ণ করেছে। যারা এর বিরুদ্ধে লড়াই করে তারাই মানব জাতির পরম শুভার্থী। কুসংস্কার হল একটা সাপ যে তার আলিঙ্গনে ধর্মের কন্ঠরোধ করে। এস আমরা মাকে আঘাত না করে এর মাথাটাই গুড়িয়ে দিই, নইলে মাকেই এ গিলে ফেলবে।”
কুসংস্কার আর ধর্মের ভেতর ফারাকাটা তার কাছে খুবই মৌলিক বিষয়। কুসংস্কারের বিরুদ্ধে লড়াই চলমান থাকুক, সেই লড়াইয়ে একজন ধর্মপ্রাণ মানুষও সামিল হবে।