রাষ্ট্রকে নাগরিকদের প্রাথমিক শিক্ষার দায়িত্ব নিতে বলেন বাংলাদেশের মুল ধারার বামপন্থীরা। বাম ছাত্র সংগঠন গুলোর প্রথম এবং প্রধাণ দাবী এটাই। তারা মনে করেন এইটা একটা প্রগতিশীল কর্তব্য।
অথচ জেনে আশ্চর্য হবেন কার্ল মার্ক্স এর ঘোরতর বিরোধি ছিলেন। তিনি এই ব্যবস্থাকেই কৃটিক অব গোথা প্রোগ্রামে বলেছিলেন “অলটুগেদার অবজেকশনেবল”।
কার্ল মার্ক্স এই কথাটা এমনি এমনি বলেন নাই। শিক্ষা মতাদর্শ শেখানোর জায়গা। এখানে শুধু স্কিল নয় ইডিওলজিও শেখানো হয়। রাষ্ট্র ক্ষমতায় যদি ফ্যাসিস্ট থাকে সে চাইবে এই শিশুদের ফ্যাসিস্ট মতাদর্শে শিক্ষিত করতে। তাই রাষ্ট্রের হাতে নয় সমাজ বা কওমের হাতে এই দায়িত্ব থাকুক এটাই চাইতেন মার্ক্স।
তাহলে মুলধারার বামপন্থীরা নিজেদের মার্ক্সবাদী দাবী করেও মার্ক্স এর এই চিন্তার সাথে কন্ট্রাডিক্ট করছে কেন? তার কারণ এরা মার্ক্স পড়েনি। এদের মধ্যে মার্ক্স পাঠের ঐতিহ্য নাই। এরা মার্ক্সবাদী নয় এরা আসলে মডার্নিস্ট। মডার্নিজম হচ্ছে পুজিবাদের ভাবাদর্শ। এরা মার্ক্স এর নাম নিয়ে মার্ক্স এর বিরুদ্ধেই কামান দাগে।
যারা মার্ক্স পাঠ করেছে আর এই বিষয়গুলো বুঝে তর্ক তোলার ক্ষমতা রাখে, বাংলাদশের মুলধারার বামপন্থীরা তাদের বাম মহলে ব্রাত্য করে রাখে। তাদেরকে প্রতিক্রিয়াশীল বলে চিনিয়ে দেয়।
কী তামাশা!!