গাড়ির বুট হচ্ছে এমন জায়গা যেখানে মালপত্র বহন করার জন্য রাখা হয়। ডিকশনারিতে কার বুটের ব্যাখ্যা দেয়া হচ্ছে এভাবে, the place at the back of a car for putting luggage in, এর অর্থ হচ্ছে গাড়ির পিছনের একটি জায়গা যেখানেমালপত্র রাখা হয়।
ছবিতে চিহ্নিত নাম্বারপ্লেট যুক্ত গাড়ির বুটে এভাবেই একজন কাজের মেয়েকে বসিয়েগাড়ির মালিক ট্রাভেল করেছে। এটা শুধু ফাইজলামি নয় এটা বাংলাদেশের সদ্য অনুপার্জিত আয়ে টাকা কামানো লুটেরাদের চরিত্র। এরা মানুষকে মানুষ মনে করেনা। এদের কাছে মানুষ মানে নিষ্প্রাণ মালপত্রের মতোই বুটে বহনযোগ্য জড় পদার্থ।
এই গাড়ির মালিককে খুঁজে বের করা হোক। সরকার এই গাড়ির মালিককে শিশু নির্যাতনের দায় আদালতে তুলুক। এটা “উৎসাহী জনতা”র দাবী।
2 thoughts on ““উৎসাহী জনতা”র দাবী।”
এদেশে অনিয়মই নিয়ম
কেবল দাবী নয়,বরং জনতা এমন ঘটনায় ওই লুটেরা ধনীর কলার ধরে নিজেই শাস্তি দিতে উসখুশ করে ওঠে।
আমি তাদেরই একজন।
ধিক ওই ব্যাটাকে।