এমনকি রাষ্ট্রপতির নামের আগেও “মহামান্য” শব্দ ব্যবহারের প্রয়োজন নেই। এটা বাংলাদেশের রাষ্ট্রপতির দপ্তরেরই অনেক পুরনো নির্দেশনা।
“মহামান্য” শব্দটি রাজতান্ত্রিক। একটি রিপাবলিকে এই শব্দ বেমানান।
“স্যার” শব্দটিও পরিহার করুন। এটাও কলোনিয়াল বৃটিশ রাজের উপাধি। অক্ষম মানুষেরা বৃটিশ নাইট হইতে না পারার স্বাদ নেয় আমাদের দিয়ে স্যার ডাকায়ে নিয়ে।
এমনকি শিক্ষকদেরকেও স্যার ডাকার দরকার নাই। আলগা সন্মান দিতে চাইলে নামের শেষে ভাই ডাকুন বা মিস্টার অমুক বলে ডাকুন। মিস্টার ব্যবহারের নিয়ম আছে। যেমন আমাকে মিস্টার পিনাকী বলা যাবে না। আমাকে বলতে হবে হয় পিনাকী অথবা মিস্টার ভট্টাচার্য।