মুলত বাংলাদেশের হিন্দু সম্প্রদায় থেকে আসা স্যেকুলার নামধারীরা কোন সুত্র নির্দেশ না করে আমার বিরুদ্ধে লিখছে, আমি নাকি হিন্দুদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছি এবং সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানি দিচ্ছি। হে হিন্দু ফেবু বুদ্ধিজীবীবৃন্দ, আপনারা আমার লেখা থেকে কোট আনকোট করে দেখাবেন; কোথায় উস্কানি দিছি আর কোথায় ঘৃণা ছড়াইছি।
আসলে যে কারণে যে কারণে তারা ক্ষেপেছেন কিন্তু বলতে পারছেন না মুখ ফুটে, তা হচ্ছে, আমি কেন রংপুরের ঘটনায় ইসলাম বিদ্বেষি জায়গায় দাড়ায়ে মুসলমান ব্লেমিং করলাম না।
আমি যা যা বলছি তার সারকথা হচ্ছেঃ
১/ রংপুরের ঘটনাকে প্রশাসন পরিকল্পিতভাবে ৫ দিন সিদ্ধান্তহীন ভাবে ফেলে রেখে (INACTION) তাতিয়ে উঠতে দিয়ে সহিংস হওয়ার দিকে ঠেলে দিয়েছে।
২/ আমি হিন্দুদের ঘর পোড়ায় সমব্যথী
৩/ আমি দুইজনের প্রাণহানিতেও ব্যথিত।
৪/ মানুষের জীবনের চাইতে কয়েকটা ঘর ভস্মিভুত হওয়া বড় ক্ষতি নয়।
এখানে বাংলাদেশের হিন্দু ভাইদের তরফ থেকে প্রশাসনের পাচ দিনের INACTION এর বিরুদ্ধে জোর প্রতিবাদ করা উচিৎ ছিল। এটাই ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের রাজনৈতিক সুরক্ষা কায়েমের পথ। কিন্তু তারা সেই পথে না গিয়ে মুসলমান ব্লেইমিং এর রাস্তা ধরলেন, আর আমি কেন সেই পথে গেলাম না তাই নিয়ে হুতাশন জ্বালাইতেছেন।
তাঁদের বেইসিক প্রিজামশন হচ্ছে একজন হিন্দু ধর্মের মানুষ হয়ে হিন্দু স্বার্থের জন্যই কথা বলতে হবে। কারণ তারা ধরে নিয়েছেন শুধুমাত্র হিন্দুই কেবল হিন্দুর স্বার্থে কথা বলতে পারে এবং একইভাবে একজন মুসলমানই মুসলমানের স্বার্থ দেখতে পারে। এই ধারনায় মারাত্মক ভুলটা হল, মডার্ণ রিপাবলিক রাষ্ট্র যেন একটা থিওলজিক্যাল প্রকল্প, তাই একই থিওলজির লোকেরা কেবলই তার সম্প্রদায়ের থিওলজিক্যাল স্বার্থের প্রতিনিধিত্ব করবে। তারা ভুলে গেছে, আমার সহ নাগরিক যিনি, তাঁকে আমার ধর্মের ভাই হতেই হবে এমন কোন কথা নেই। ফলে যার সাথে রাজনৈতিক রাষ্ট্র স্বার্থ ও প্রতিষ্ঠান গড়ে তোলার কথা সেখানে হিন্দুই হিন্দুর স্বার্থ দেখবে বা মুসলমানই মুসলমানের স্বার্থ দেখবে এই ধারণার কোন স্থান নেই। এটাই হিন্দুভাইদের সংকীর্ণ সম্প্রদায়গত ধারণা, যেটাকে তারা নিজেরাই সাম্প্রদায়িকতা নাম দিয়ে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে যাচ্ছে।
আমার ধারণা এখন হিন্দু ভাইয়েরা বুঝবেন তাঁদের নেয়া পথে, তাঁরা নিজেদের রাজনৈতিক স্বার্থরক্ষা বা রাষ্ট্রীয় সুরক্ষা কায়েমও করতে পারবেন না; তবে আমার বিরুদ্ধে ঘৃণা ছড়াতে চান? হ্যা সেটা পারবেন।
তবে আমি জানি আপনারা আপনাদের নেয়া এই ঘৃণা চর্চার মিশনে নিদারুনভাবে ব্যর্থ হবেন। আপনাদের ব্যর্থতার জন্য এই অধমের আগাম সমবেদনা গ্রহণ করুন।
2 thoughts on “আমি হিন্দুদের বিরুদ্ধে ঘৃণা এবং সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানি- কোনোটাই ছড়াচ্ছি না।”
Tor bou ke tor pola diya chuda dimu khankir pola
আমি আমার ঘরের দরজা খোলা রাখব বলেই আপনি চুরি করতে যাবেন? আর চুরির দোষে চোরকে দোষী না করে সরকারকে কিভাবে দোষয় করছেন? সরকার কি আপনাকে চুরি করতে বলেছিল? খুব চালাক লোক আপনি। মৃতদের প্রতি আলগা সহানুভূতি দেখালেন অথচ চতুরতার সাথে চোরের অপরাধের সমালোচনা এড়িয়ে গেলেন। আগে নিজেকে স্বচ্ছ করুন, তারপর সরকার বা অন্যের সমালোচনা করুন।