আমি ইসলামি রাজনীতির পক্ষে লেখালেখি করি এই প্রচার যারা চালাইতেছেন তাদের উদ্দেশ্যে

তথাকথিত স্যেকুলারদের প্রোপাগান্ডা মেশিন খুব শক্তিশালী। তারা ইন্ডিয়ান সোলজারকে পাকিস্তানি সোলজার বলে চালিয়েছে প্রায় চল্লিশ বছর। তারা সপ্তম নৌবহর বাংলাদেশের স্বাধীনতাকে ঠেকানোর জন্য এসেছিল এই গল্প চালিয়েছে পয়তাল্লিশ বছর। তারা “মুক্তিযুদ্ধ অসাপ্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য হয়েছিল” এই বয়ান চালিয়েছে সাতচল্লিশ বছর। তাই এদের নিজের সক্ষমতার উপরে অতিরিক্ত আস্থা থাকাই স্বাভাবিক।

এরা এখন প্রচার করছে আমি ইসলামী রাজনীতির পক্ষে লেখালেখি করি। বড়ই তাজ্জব কথা।

আল্ট্রা স্যেকুলারিজমের নামে এক ইসলাম-বিদ্বেষী রাজনীতির জোয়ারের ফলে যখন দেশে বিভাজনের রাজনীতি চলছে, সেকুলারের “other” বা “অপর” বলে ইসলামপন্থীদের উপর যখন নির্বিচারে নিপীড়ন এবং নির্যাতন চলছে তখন কি আপনি নিপীড়িতের পক্ষে তাদের নাগরিক মৌলিক অধিকারের পক্ষে দাড়াবেন না?

ওরা ইসলামি রাজনীতি করে, আপনার অপছন্দের রাজনীতি করে সেজন্য সুযোগ বুঝে ওদের নাগরিক মৌলিক অধিকার রক্ষার কর্তব্য ভুলে যাবেন? ওদেরকে গুম খুন হত্যার মুখে ঠেলে দিবেন? এই আপনার মানবাধিকারবোধ?

তার মানে কেউ ইসলামি রাজনীতি করলে তার নাগরিক মৌলিক অধিকার নাই – এটাই আপনি বলছেন? আপনি যখন ওয়ার ওন টেরর প্রজেক্টের কারণেও মুসলমান চরিত্রকে দানব বলে চিত্রিত করে তাদের নিশ্চিহ্ন করার বৈধতা আর সাফাই বয়ান তৈরি করা হয় তখনো কী আপনি তাদের নাগরিক মৌলিক অধিকারের পক্ষে দাড়াবেন না? এর মানে যার মানবাধিকার দলিত হচ্ছে আপনি তাঁর মানবাধিকার রক্ষার পক্ষে দাঁড়াবেন না?

আসলে সমস্যা হল আপনার ইসলাম-বিদ্বেষ, দগদগে ইসলাম-ঘৃণা। আপনি বলতে চাইছেন ওরা ইসলামি রাজনীতি করে, আপনার অপছন্দের রাজনীতি করে সেজন্য এই সুযোগ আপনি চাইছেন তারা কোপ খেয়ে শেষ হোক। অর্থাৎ ওর রাজনীতি কী এবং সে রাজনীতির প্রতি আপনার ঘৃণা এটাই আপনার একমাত্র বিবেচ্য।

আর আমি? ওর রাজনীতি কী আমার সেই ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বিবেচনা দিয়ে আমি মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমার কর্তব্য ঠিক করি না। এটাই সবচেয়ে ন্যায়সঙ্গত। তাই ওরা ইসলামি রাজনীতি করুক আর নাই করুক, তা আমার পছন্দ কী অপছন্দের রাজনীতি হোক নিপীড়িত মজলুম, মৌলিক নাগরিক অধিকার লঙ্ঘিত মানুষের পক্ষেই আমি দাড়াব। আর আমি দাড়িয়েছি বলে অথবা এসব বললে বা করি বলে আপনার চোখ আমি ইসলামপন্থী হয়ে যাবো? এসব বললেই আমি সাম্প্রদায়িক হয়ে যাবো?

আমার রাজনীতি ইসলামি রাজনীতি নয়। কিন্তু সত্যি বিশ্বাস করেন, আপনাদের এই ইসলামবিদ্বেষী মন আর ঘৃণাকে -আমি দুপয়সা দাম দেই না। আপনারা আমাকে নিয়া যা বলেন এগুলা আসলে আপনার নিজের রাজনৈতিক অযোগ্যতা, দুস্থতা। আর সাথে সুপ্ত ইসলাম-ঘৃণা লুকিয়ে রাখার জন্য আপনি এসব কথা আমার দিকে ছুড়ে দেন; সেটা আমি সোজা বুঝতে পারি।

আপনারা তো স্যেকুলারিজম দূর কি বাত, আপনারা তো রাজনীতি বা রাষ্ট্র নামের কোন ধারণাই বুঝেন নাই। প্রগতিশীলতার মানে বুঝছেন হিন্দু্ত্বের রাজনীতিকে তোয়াজ করা। আসলে সবার আগে নিজেরে ঠিক হন, আমার দিকে কোন আঙ্গুল তোলার আগে। নিজে আগে রাজনীতি কী, মর্ডান রিপাবলিক কী, নাগরিক সাম্য ধারণা কী, নাগরিকের মৌলিক মানবিক অধিকার কী ইত্যাদি এগুলা বুঝেন, তারপরে কারো রাজনৈতিক মুল্যায়ন কইরেন। আপনারা তো এসবের আগেই কমিউনিস্ট বা প্রগতিবাদী হয়ে গেছেন। সাহস থাকলে, বাচতে চাইলে এরচেয়ে নিজেকেই প্রশ্ন করেন সুপ্ত ইসলাম-ঘৃণা লুকিয়ে রেখেছেন কী না, কেন!

Share

4 thoughts on “আমি ইসলামি রাজনীতির পক্ষে লেখালেখি করি এই প্রচার যারা চালাইতেছেন তাদের উদ্দেশ্যে

  1. অাপনার লেখা না পড়ে বাদ দেয়া না।
    তবে,কমেন্ট করিনি কখনো।
    হয়ত হাজার মানুষের মাঝে অামার কমেন্ট কিছু যায়-অাসে না।

    তারপরেও বলছি…অাপনি সত্যের অনেক বড় শক্তি অাপনি ইসলামের ছায়াতলে অাসুন।

    অাল্লাহ অাপনাকে জান্নাত দান করবে…অাপনার মৃত্যুর পর কবর অাপনার জন্য গর্ব করবে অার সারা বিশ্ব অাপনাকে নিত্য চর্চা করবে…ইনশাআল্লাহ।

  2. The first and fundamental rule in understanding the

    meanings of the Quran is the testimony of one word from

    the Quran itself “CONSISTENCY”.

    “Why do they not ponder over the Quran? Had it been

    from anyone other than God, they would surely find many

    contradictions therein” (4:82)

    It seems that God knew about the Arab race before He

    revealed the Quran to an Arab prophet and He has declared

    they are the staunchest disbelievers and hypocrites who

    don’t deserved to know the limits sanctioned in the Quran.

    The Quran confirms:

    The Arabs are staunchest in disbelief and hypocrisy,

    and most likely not to know the limits of what was

    revealed by God to His messenger, and God is

    Knower and Judge. (9:97)

    God sent down the best Hadith/message a Scripture

    that is consistent (39:23)

    Which Hadith/message beside this “Quran”would you then

    believe in. (77:50)

    The criterion of this study is to find the meanings of each

    word found to be inerrant with other passages by using the Quran alone. In other words, contrictory meanings from

    other sources besides the Quran are discounted.

    There is no priesthood or religious clergy in Islam. Thus the

    interpretations by scholars or priests are also avoided.

    They have taken their priests and the scholars as

    Lords besides God (9:31)

    No human can claim to be the sole authority of the Quran.

    God Most Gracious, the One who teaches the

    Quran. The One who created the human being.

    (55:2-3)

    Only God can explain the Quran since He wrote it:

    Do not wag your tongue with it, to hurry on with it.

    Upon Us is its collection and its recitation.

    Then, when We have recited it, follow its recitation.

    Then upon Us is its explanation

    (75:16-18-19)

    The Quran explains itself and provides the best

    interpretation, beyond that of any human:

    They never come to you with any example, except

    We provide you the truth and the best interpretation.

    (25:33)

    Sincere Muslims must realise, the

    Quran teaches them to use their common sense. ‘God

    deliberately blocks His guidance from those who defy their

    common sense ‘ (10:100). The so-called scholars

    are no better than any ordinary Muslims. They will not be

    guided unless God guides them. In His fairness God says

    He guides whomever He wills men or women without

    injustice. A person is guided not because of his or her

    knowledge of the language but by their wisdom and power

    of reasoning. However, the self-proclaimed scholars, mullahs etc….

    including those who promote false doctrine of miracle

    discoveries in the Quran will continue to exploit and cheat

    innocent people who think they need their guidance.

    The Quran teaches us to verify information and use our

    common sense each time we hear something new. Do not

    follow the following example:

    Some of them listen to you, but when they leave,

    they ask those who are knowledgeable ,

    “What did he say”? This is how God seals their

    heart, and they follow their own opinions. (47:16)

    I hope that the so called muslims will

    come to their senses and see the seriousness of the

    conspiracy and the price they have had to pay for being

    ignorant of God’s Scripture and for following the

    scholars blindly. Perhaps they will ponder on what that

    Verse says about the blindness of the hearts: It is not the eyes that go blind, but it is the heart

    inside the chest that goes blind. (22:46)

    Shall I seek other than God as a source of law when

    He revealed to you the Scripture fully detailed?

    Even those who receive the previous Scripture

    recognise that it came down from your Lord

    truthfully. Therefore you shall not harbour any

    doubt. (6:114)

    The word of your Lord is complete in truth and

    justice. Nothing can abrogate His words. He is the

    hearer and the knower. (6:115) If you follow the

    majority of people on earth they will divert you

    from the path of God. They only follow conjecture

    and they only guess (6:116).

    And the complain of the messenger in the hereafter :

    The Messenger will say, my Lord, my people have

    deserted this Qur’an. (25:30)

    May God guides you to His Truth Quran alone !!!

    Peace

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter