সোফিয়ার পশ্চাতের দুইটি তারের মতো আমাগো সো কল্ড স্যেকুলারদেরও পশ্চাতে কয়েকটি তার আছে। এর মধ্যে কোনটা দিয়া আসে ইউরোপ থিকা মডার্নিজম, ইতালি থিকা রেনেসা, লণ্ডন থিকা এনলাইটেনমেন্ট, রাশিয়া থিকা আসে সোসিয়ালিজম, ইণ্ডিয়া থিকা হিন্দুত্ববাদ আর আমেরিকা থিকা আসে ওয়ার অন টেরর জাত ইসলামবিদ্বেষের তত্ত্ব।
সোফিয়ার তার দেখা গেলেও আমাগো স্যেকুলারদের পাশ্চাতের তার দেখা যায়না; নিতম্বের ভাজেই লুকায়ে থাকে।
ম্যালা তার তুর তো, তাই মাঝে মাঝে তারে তারে গিট্টূ লাইগ্যা যায়।
ফুটনোট : সোফিয়া হচ্ছে মানবাকৃতির সমাজিক যোগাযোগ সক্ষম রোবট যেটি তৈরি করে হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিক্স। রোবটটি এমনভাবে নকশা করা হয় যাতে সে মানুষের ব্যবহারের সাথে খাপ খাইয়ে নিতে ও শিখতে পারে এবং মানুষের সাথে কাজ করতে পারে। ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭ উপলক্ষে সোফিয়াকে বাংলাদেশে আনা হয়েছিল।
One thought on “আমাগো স্যেকুলারদের পাশ্চাতের তার দেখা যায়না”
মজার হলেও কথা কিন্তু সত্য ?