আপনিই সেই ওয়ার অন টেররের লোকাল বরকন্দাজ।

আপনি ভারতপ্রেমী, তাই বলিয়া আমাকে পাকিস্তান প্রেমী ভাবিতেছেন কেন? পাকিস্তানের লগে বাংলাদেশের এখন কোন আলগা শত্রুতা বা পিতলা খাতির কোনটাই প্রাসঙ্গিক নহে। বাংলাদেশের সার্বভৌমত্ব আর বিকাশের প্রশ্নে পাকিস্তানের লগে যেই বিরোধ তা ১৯৭১ সালেই মিটায়ে ফেলছি, হাইয়েস্ট পলিটিক্যাল স্টাগলের মধ্যে দিয়া। যথাযথ মুল্য দিয়া। আমরা বিজয়ী হইছি। কেইস ফিনিস। পাকিস্তান রাজনৈতিকভাবে আমাগো কাছে মৃত।

আপনি আপনার ভারত প্রেম ঢাকিবার লাগিয়া আপনার পাকিস্তানি নাগররে কব্বর থিকা তুইল্যা হাজির করেন কেন।

আপনারে তো আমরা চিনি। আপনিই তো সেই মাল, যে বৃটিশ গো পা চাটছিলো, অস্পৃশ্য বইল্যা একসাথে থাকতে চান নাই মুসলমানগো লগে তাই বাঙলা ভাগ করছেন, বাঙালি বইল্যা কখনো স্বীকৃতি দেন নাই পুর্ববংগের মুসলমানগো? চাষাভুষারা লুঙ্গী পইর‍্যা রক্ত আর জীবন দিয়া মুক্তিযুদ্ধ করলো আধা পেটে ইনসাফ কায়েমের লাইগ্যা আর আপনারা চামে চিকনে সংবিধানে স্যেকুলারিজম ঢূকাইয়া দিলেন তারে না জিগাইয়া। আপনিই সেই মাল যে প্রগতিশীলতার নামে ভিন্নমতরে নির্মুল করতে চান। আপনি সেই উনিশ শতকের জনবিচ্ছিন্ন বাঙালি বাবু প্রজেক্টের লেজ বিশিষ্ট, আপনিই সেই ওয়ার অন টেররের লোকাল বরকন্দাজ। আপনারে আমরা চিনি। এইবার অফ যান।

খামোশ!!!

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter