সরকার আর ছাত্রলীগ আরো নির্মম হবে এই আন্দোলনকারীদের উপরে। এই বাস্তবতা মাথায় রাখতে হবে আন্দোলনকারীদের।
আমরা যখন ৯০ এর আন্দোলন করছি, তখন পুলিশি নির্যাতন অসহনীয় হয়ে উঠলে আমরা প্রকাশ্য কর্মসুচি বাদ রেখে মাস দুয়েক সংগঠন গুছাতাম। কর্মীদের মনোবল বাড়াতাম, জেলা উপজেলাগুলোতে সফর করতাম, কর্মী সভা করতাম। অন্যান্য সামাজিক শক্তির সাথে ঐক্য গড়বার চেষ্টা করতাম। এভাবেই আমাদের প্রতক্ষ্য প্রভাবে গড়ে উঠেছিল শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ।
জেলে চলে গিয়ে, ক্রমাগতভাবে নির্যাতনের শিকার হয়ে মনোবল হারানোটা অনেক সময় আত্মঘাতী হতে পারে। নিপীড়কেরা এর মধ্যেই আন্দোলন কারীদের একাংশের মধ্যে আতংক ছড়িয়ে দিতে পেরেছে।
আপনাদের লড়াইটা খুব সহজ নয়। খেয়াল রাখতে হবে অনেক কিছু।