আমি বলিলাম প্রভু, আপনি কি মর্ত্যধামে আপনার অনুসারীদিগের কর্মকাণ্ডে তৃপ্ত?
ভগবান বলিলেন, তৃপ্ত মানে? দ্বিগুণ তৃপ্ত। তাইতো স্বর্গে উহাদের আগমন সার্থক করিবার জন্য মদিরা এবং অপ্সরা তৈরি করিতেছি।
আমি বলিলাম, এত শীঘ্র? উনারা মরিলে তারপর না হয় মদিরা-অপ্সরা লাগিবে, এত ত্বরা কেন?
ভগবান বলিলেন, গর্ধভ তুই বুঝিবি কীভাবে, উহারা মরিতে মরিতে যেন অপ্সরাগুলি রজঃস্বলা হইয়া যায় আর মদিরাগুলি পুরনো হয়, সেই ব্যবস্থা করিতেই আমার আজিকে এই পেরেশানি।
কিন্তু প্রভু, উনারা যদি আগেই পটল তুলিয়া ফেলে, তবে আপনি এই বিপুল পরিমাণ অনুসারীদের পরিণত বয়স্কা অপ্সরা আর মদিরা সরবরাহ করিবেন কীভাবে? আমি মাথা চুলকাইয়া কহিলাম।
“ওরে পামর” বলিয়া মদিরার একটি অসমাপ্ত বিশাল পাত্র ভগবান আমার দিকে ছুঁড়িয়া দিলেন। উহা আমার মস্তকে আঘাত করিবার পূর্বেই আমার নিদ্রাভঙ্গ হইল।
লেখাটির ফেইসবুক ভার্সন পড়তে চাইলে এইখানে ক্লিক করুন