বিডিনিউজ আবার আবিষ্কার করেছে অধিকার একটি ডানপন্থী মানবাধিকার সংগঠন!

আচ্ছা দিগগজ বিডিনিউজের আঁতেলেরা কি বলতে পারবে, বামপন্থায় ‘মানবাধিকার’ মানে ‘হিউম্যান রাইট’ ধারণাটা কবে ছিল? সকল বামপন্থীরা একসময় মনে করতো এমনকি এখনও অনেক কমিউনিস্ট মনে করেন ‘মানবাধিকার’ ব্যাপারটা আসলে বামপন্থীদের বিরুদ্ধে আমেরিকানদের ষড়যন্ত্র করার ইস্যু বা হাতিয়ার। আপনাদের নিশ্চয় মনে আছে সেই সাবেক সোভিয়েত ইউনিয়ন আর চিনের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগগুলো ছিলো ফ্রি দুনিয়ার তা হচ্ছে সমাজতান্ত্রিক বিশ্বের মানবাধিকার পরিস্থিতি। তখন থেকেই মানবাধিকার ইস্যু বামপন্থীদের চক্ষুশূল। তাঁরা মনে করে এটা তাঁদের সাধের পিতৃভুমির বিরুদ্ধে অ্যামেরিকান শয়তানদের ষড়যন্ত্র।

বাম আর ডানপন্থার বিভাজন দিয়ে রাজনৈতিক মতাদর্শের বিভাজনকে নির্দিষ্ট করার পদ্ধতি ছিল ঠাণ্ডা যুদ্ধের সময়ে বামপন্থীদের কৌশল। তাঁরা বামপন্থা বলতে অগ্রসর চিন্তা যা সমাজতন্ত্রের সমার্থক বলে পরিচিত করাতো; আর ডানপন্থা বলতে পশ্চাৎপদ চিন্তা বা পুজিবাদের সমার্থক বলে বুঝানোর চেষ্টা করতো। আর তাই বামপন্থী বলে পরিচয় দেয়া তালেবরেরা কলার ঝুকিয়ে চলতো আর নিজেকে প্রগতিশীল বলে পরিচয় দিতো।

সোভিয়েত ইউনিয়নের পতনের আগে যাই থাক, পতনের পরে বামপন্থী চিন্তা বলে পরিচিত ভাবনাগুলো চ্যালেইঞ্জড হতে থাকে। এছাড়া নিজেই নিজের কাছেও তো চ্যলেঞ্জড। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এটা প্রতিষ্ঠিত হয় বাম চিন্তার ভেতরে বড় ধরণের গলদ আছে; এটা অগ্রসর চিন্তা তো নয়ই। এই বাম চিন্তার ভেতরে ফ্যাসিবাদের উপাদানও আছে, গনতন্ত্রহীনতা আছে, মানবাধিকারের ধারণা তো কখনোই ছিল না।

আর রাষ্ট্র গড়া, কনষ্টিটিউশন এইগুলা তো বামপন্থীরা কাছে কখনই গুরুত্বপুর্ণ বিষয় মনে করা হয় নাই। লেনিন কী রাশিয়ার মানে সোভিয়েত ইউনিয়নের কোন কনষ্টিটিউশন রচনা করেছিলেন? কথাটা জিজ্ঞাসা করলে বহু বিদ্যান কমিউনিস্ট ধ্বন্দে পড়ে যাবে যে এর জবাব কী হবে! আসলে এইগুলা কমিউনিজমে কখনই তাদের চায়ের কাপ মনে করা হয় নাইা।

সেই তিরিশ বছর আগে বাতিল চিন্তা দিয়ে আজকে রাজনীতির পরিচয় করিয়ে দিতে চায় কেন বিডিনিউজ? আসলে তারাই তো পশ্চাৎপদ, তাই রাজনীতির চিন্তার জগতে যেই পরিবর্তন গুলো হয়েছে সেইটার হদিশ তার কাছে নাই।

ওহ হো। আসল কথা টাই তো বলা হয় নাই! বিডিনিউজের কাছে তাহলে ডানপন্থী কে? আসলে তাঁদের মতে তারাই ডানপন্থী যারা “ভারতে বিরোধী” মানে ভারতের বাংলাদেশ-নীতির বিরোধী তাকেই বিডিনিউজ আদর করে “ডানপন্থী” বলে ডাকে। আর বিডিনিউজের বামপন্থী মানেও তাহলে বুঝে নেন। আমরাও বুঝি বামপন্থী মানে কী?

বামপন্থী=ভারতপন্থী

লেখাটির ফেইসবুক ভার্সন পড়তে চাইলে এইখানে ক্লিক করুন

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter