“অন্যপক্ষ বা সম্প্রদায় বা জাতি নির্মুলীকরণের মাধ্যমে শান্তিস্থাপন হল মৌলবাদের একটা বিশেষ লক্ষণ। (মৌলবাদিদের মতে) ভিন্ন মতাবলম্বী অথবা স্বাধীনতা-স্পৃহাকে নিশ্চিহ্ন করাই হল নিজের সম্পুর্ণ সুরক্ষা।”
-মৌলবাদ এক নতুন সংজ্ঞা, সুরজিত দাশগুপ্ত, পৃষ্ঠা ৩৮
বাংলদেশের স্যেকুলারপন্থিরা এই সংজ্ঞা অনুযায়ী বিশিষ্ট মৌলবাদী। এদের তৈরি সো কল্ড স্যেকুলার সংগঠনের নাম দেখুন, তাহলেই এদের মৌলবাদী চরিত্রকে বুঝতে পারবেন, যেমন, ঘাতক দালাল নির্মুল কমিটি।