দাবী আদায়ের কৌশলে গান্ধিবাদ।

শাসকই ঠিক করে দেয় তার বিরোধীরা কেমন হবে, রাজনীতির কোন ভাষায় কথা বলবে।

গান্ধীকে গান্ধী বানিয়েছে ইংরেজরা। মহাত্মা গান্ধী তৈরি হতোনা যদিনা ব্রিটিশরা ভারতে উপনিবেশ না বানাতো। আরো একটু স্পষ্ট করে বলি, গান্ধী যদি হিটলারের একটা জর্মন উপনিবেশে জন্মাতেন তাহলে অনেক আগেই ইলোপ হয়ে যেতেন। স্ট্যালিনের জামানায় পূর্ব ইউরোপে জন্মালে গান্ধী হয়ে ওঠার অনেক আগেই খর্চা হয়ে যেতেন।

গান্ধী ব্রিটিশ সাইকি বুঝেছিলেন খুব ভালো, সেইকারণেই তিনি ট্র্যায়াম্ফ করেছেন। তিনি বুঝেছিলেন ঠিক কোন অস্ত্রকে ব্রিটিশদের বিরুদ্ধে কাজ লাগানো যায়। রেনেসাঁ আর এনলাইট্মেন্টের যুগপৎ প্রভাবে পরিশীলিত ইংরেজ আর শিল্প বিপ্লবের যান্ত্রিক চাপে পড়া মানসিক মুক্তির আকাঙ্খ্যার ইংরেজ “অহিংসা” নামের প্রাচ্যের মিস্টিক প্রপঞ্চকে ভ্যালু করবে এটা গান্ধী ছাড়া আর কেউ বুঝতে পারেনি। বাঙালিরা তো নয়ই। বাঙালিরা কার বিরুদ্ধে যুদ্ধ করছে সেটা না বুঝেই সন্ত্রাসবাদী পথ ধরেছে। সেকারণেই সংখ্যার বিচারে যেই ভারতের সহজাত নেতৃত্ব বাঙালির প্রাপ্য ছিল সেটা মেধাহীন গোঁয়ার বাঙালি হারিয়েছে।

গান্ধী সিনেমায় একটা ক্ল্যাসিক সংলাপ আছে এই সংক্রান্ত। দেখুন:

Of course. We Westerners have a weakness for these – these spiritually inclined men of India. But as an old lawyer, let me warn you, Mr. Gandhi is as shrewd a man as you will ever meet.

অবশ্যই পশ্চিমাদের ভারতের এই আধ্যাত্মিকতায় মেশা মানুষগুলোর বিষয়ে এক ধরণের দুর্বলতা আছে। কিন্তু একজন অভিজ্ঞ আইনজীবী হিসেবে আমি বলতে পারি তার চাইতে কুশলী মানুষকে তুমি আর খুঁজে পাবেনা।

আজকেও ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক দলগুলো যখন গান্ধিবাদী কর্মসূচী দেয় তখন যুগপৎ বিস্ময় আর কৌতুক অনুভব করি। ভারতীয় উপমহাদেশের বর্তমান শাসকেরাও নিশ্চয় অতীব আনন্দ পায়।

নন এমপিও শিক্ষকেরা আমরণ অনশন করছে দেখে এই কথাগুলো মনে এলো। বাংলাদেশের বর্তমান শাসকদের কী এমন এসে যায় শিক্ষকেরা অনশন করলো নাকি করলো না?

আপনারা বরং নিজের এলাকায় ফিরে যান। স্থানীয় সমাজকে আপনার ছাত্রদের তাদের অভিভাবকদের আপনার সমব্যথী করে তুলুন। সারাদেশ থেকে সামাজিক চাপ তৈরি হলে আপনাদের দাবী আদায়ের সম্ভাবনা আছে। অনশনে বিন্দুমাত্র সমাধানের সম্ভাবনা নাই।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter