তপন রায়চৌধুরী যখন “বাঙালনামা” নিয়মিত দেশ পত্রিকায় প্রকাশ করতেন তখন প্রতিটি পর্ব প্রকাশিত হবার পরে অসংখ্য চিঠি পেতেন। উনি স্বীকার করেছেন এর মধ্যে দুয়েকজন পত্র লেখক উনার ভুল ধরিয়ে দিয়েছেন। বাঙালনামা বই আকারে প্রকাশিত হবার পরে উনি প্রথম সংস্করণের নিবেদনে সেইসব পত্রলেখকদের কৃতজ্ঞতা জানিয়েছেন। তবে এটা উল্লেখ করার পরেই উনি একটা খুব ইন্টারেস্টিং বিষয় উল্লেখ করেছেন, তিনি লিখেছেন “কিছু পত্রলেখকের চিঠিতে এক বিচিত্র বিদ্বেষ-প্রণোদিত মনোভঙ্গির প্রকাশ দেখেছি। অনেকেরই আপত্তি- মুসলমানদের আমি যথোচিত গালিগালাজ করিনি।”
কুমিল্লায় জন্ম নেয়া এই বিখ্যাত ভারতীয় ঐতিহাসিক আজ বেঁচে নেই; তাই সেইসব পত্রলেখকের দল আমার প্রৌফাইলে এসে ম্যাতাকার করে, কেন আমি নিয়ম করে সকাল বিকাল মুসলমানদের যথোচিত গালিগালাজ করিনা।