একটি ইন্টারেস্টিং ইনবক্স আলাপ

আমার বন্ধুঃ আপনার বিরুদ্ধে এখন প্রচুর লেখালেখি শুরু হয়েছে। লোকজন আমাকে ইনবক্স করে জানায়।

আমিঃ কী আর করা বলেন। আমাকে তারা বিখ্যাত করেই ছাড়বে।

আমার বন্ধুঃ আসলে এই সেকুলাররা যে ইসলাম বিদ্বেষী সেটা নিজেরাই প্রমান করে ছাড়ছে। এটার দরকার আছে। এটা এক ধরণের কাঠাল-পাতা টেস্টও বটে। কয়েকদিন পর বৌদ্ধ বা হিন্দু ধর্মের প্রশংসা করে একটা পোস্ট দেন, দেখবেন, তারা তেমন উচ্চবাচ্য করছে না। কারণ তাদের কাছে সমস্যা তো ধর্মে নয়, সমস্যা ইসলামে।

আমিঃ আমার লেখা আছে তো হিন্দু ধর্মের দর্শন নিয়ে, উৎসব নিয়ে, ভক্তি আন্দোলন নিয়ে। ইন ফ্যাক্ট আমি ছাড়া আর কেউ এই আলাপ অনলাইনে তেমনভাবে কেউ করেইনি।

আমার বন্ধুঃ এই চিন্তার দেউলিয়াত্বর জন্য মূল দায়ি সিপিবিওয়ালারা। গত ৫০ বছরেও তারা মার্কস এর পাঠটা কিভাবে করতে হয়, সেটা তাদের সদস্যদের শেখাতে পারেনি। ফেসবুকে এসব নিয়ে যারা তর্ক করছে বা আপনার পিছনে লেগেছে তারা কোন না কোনভাবে সিপিবি/বাম বা তাদেরই ‘আত্মীয়-স্বজন’।

আমিঃ আওয়ামী লীগ নাই তার মধ্যে?

আমার বন্ধুঃ আওয়ামী লীগ যারা তাদের খোজ নিয়ে দেখেন কোন না কোনভাবে সিপিবি বা বাম দল থেকে কনভার্টেড। পিওর আওয়ামী লীগ কেন এই বিতর্কে আসবে, তারাতো আসলেই ধার্মিক লোক; তারা প্রমাণও করতে চায় ধর্মের সাথে তাদের কোন বিরোধ নাই। এই কনভার্টেড গুলোর কাজের জন্যই আওয়ামী লীগকে ধর্মের প্রসঙ্গে সমালোচিত হতে হয়।

(অতঃপর সেকুলার নামধারি ইসলাম বিদ্বেষীরা নিবিষ্ট মনে নৌকার তলা ফুটা করিতে লাগিল। বাংলাদেশের বাম আন্দোলনের নৌকা ফুটা করিবার পূর্ব অভিজ্ঞতা থাকার কারণে তাহারা এখন অধিক আত্মবিশ্বাসী)

লেখাটির ফেইসবুক ভার্সন পড়তে চাইলে এইখানে ক্লিক করুন

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter