Mobil uyumlu arayüzüyle bahsegel her cihazda mükemmel performans gösterir.

Bahis dünyasında istikrarın adı bahsegel olmuştur.

Kullanıcıların hızlı erişim için en çok tercih ettiği yol bahis siteleri sayfasıdır.

Adres engellemelerini aşmak için Bahsegel kritik önem taşıyor.

বই

মুক্তিযুদ্ধ, ধর্ম, রাজনীতি ও অন্যান্য প্রসঙ্গ

এই লেখাগুলো নানা সময়ে ফেসবুক ও ব্লগে লেখা হয়েছিল। বাংলাদেশে ঘটে যাওরা নানা সময়ের নানা ঘটনা  মানুষকে আলোড়িত করেছে। মানুষ প্রশ্ন করেছে, উত্তর খোঁজার চেষ্টা করেছে সেই সব সামাজিক আর রাজনৈতিক বির্তকের। অনলাইনে সেই সব প্রশ্ন নিয়ে ব্লগার আর ফেসবুকাররাও মুখরিত থেকেছেন।

২০১৩ থেকে যে অস্থির সময় বাংলাদেশকে আচ্ছন্ন করেছে, সেই সময়ের কিছু টুকরো টুকরো বিতর্ক উঠে এসেছে এই লেখাগুলোতে। ব্লগ ও ফেসবুকে প্রকাশের তারিখ উল্লেখ করা হয়েছে প্রতিটি লেখার শেষে । গ্রন্থভুক্ত করার সময় এগুলোর কিছু কিছু ভাষা ও তথ্যগত সম্পাদনা করা হয়েছে। তবে চিন্তা বা ব্যাখ্যা-বিশ্লেষণের তেমন কোনো পরিবর্তন করা হয়নি। আমি চেয়েছি সেই সময়ে ঘটে যাওয়া ঘটনা বিষয়ে আমার চিন্তা বা ব্যাখ্যাগুলো হুবহু হাজির থাক।

আগ্রহী পাঠকেরা এই লেখাগুলো পাঠ করতে করতে সেই সময় এবং লেখকের চিন্তার বিবর্তন লক্ষ করতে পারবেন বলে আশা করি। এগুলো ভবিষ্যতের পাঠক আর গবেষকদেরও আগ্রহ সৃষ্টি করতে পারে। লেখাগুলো থেকেই তারা হয়তো উপলব্ধি করতে পারবেন অন্তরের কোন আগুনে জ্বলে একটি প্রজন্ম আগামীকে বরণ করে নেওয়ার জন্য তৈরি হচ্ছে।

প্রকাশক: আদর্শ

মূল্য: 250 টাকা।

বইটা কিনতে হলে এখানে ক্লিক করুন।

 

Subscribe to
Newsletter